top of page
1.jpg
Brahmadaitya.jpg
Sakchunni11.jpg
Sakchunni2.jpg
মামদো.jpg

শ্মশান ঘাটে গিয়ে দেখি কত রকম খাদ্য,

ব্যাপারটা কি জানতে পেলুম, ভূতের বাপের ছাদ্দ।

সেজে গুঁজে পেত্নী পিসি,

সাদা দাঁতে কালো মিশি –

ঘটনা সব Relay করে পান্ত থেকে আদ্য।

 

পেত্নী পিসি রান্না করে শুঁটকি মাছের ছেঁচকি,

থরে থরে সাজিয়ে রাখে ডজন খানেক ডেচকি।

ভূতেরা সব ঝাঁকে ঝাকে,

লঙ্কাপোড়া টেনে নাকে –

খাবার পরে চোখ উলটে তুলতে থাকে হেঁচকি।

BhutChoddarRate.jpg
shibu.jpg
dancingghost.jpeg
ভৌতিক লিমেরিক১.JPG

শাঁকচুন্নির বিয়ে

 

শুনতে পেলুম এইতো সেদিন ক্যাওড়াতলায় গিয়ে,

চৈত্র মাসের অমানিশায় শাঁকচুন্নির বিয়ে।

খবরটা জোর হাওয়ায় ভাসে,

গায়ে গোবর ফাগুন মাসে –

শ্বশুর নাকি মুখ দেখেছে হাড়ের মালা দিয়ে।

 

শাঁকচুন্নির বিয়ে হোল পাত্র নাকি কানাই?

কানাই না তো! মামদো ছিল, সেই কথাটাই জানাই।

কানাই হ’ল মামদো ব্যাটার,

মেজো ছেলে – সেজো জ্যাঠার।

মামদোবাজি – যা খুশী সব ইচ্ছে মতো বানাই?

 

শোনরে সবাই বলি তোদের, মামদো কানাই নয় –

কানাই হ’ল সুবোধ ছেলে ধম্ম করে ভয়।

মামদো ছিল ঘোড়েল ব্যাটা,

মহা ফিচেল, মহা ঠ্যাটা –

নাম ভাঁড়িয়ে কানাই হয়ে পাত্র সেজে রয়।

 

বিয়ে হ’ল শাঁকচুন্নির মামদো ভূতের সাথে,

ঘটা করে শাঁখ বাজিয়ে সিঁদুর দিয়ে মাথে।

বিয়ের পরে বাসর ঘরে,

ভূতেরা সব নেত্য করে –

মনের দুখে কানাই একা বঁড়শিতে মাছ গাঁথে।

Bamboo pole.jpg
ghost4.jpg

ভৌতিক লিমেরিক

(Ghostic Limerick)

bottom of page