top of page
Padabali Limerick2.jpg
Padabali Limerick4.jpg
waterlily.jpg

নিশার স্বপন আসি আলিঙ্গিলা মোরে,

মদিরাসক্ত আঁখিদ্বয় কি নেশার ঘোরে –

ক্লান্তিতে অবশিত

তনু, হইল পতিত

শয্যাপরে, যেমতি প্রভঞ্জনে পাদপ ঝরে।

ক্লাশ পালান৩.jpg
নৈসর্গিক১.jpg
Rakhi.jpg
little-girl-drawing2.jpg
অনুরাগ.jpg
ফুল১.jpg

ক্রিং ক্রিং ফোন বাজে, ঢং ঢং ঘন্টা,

বন্‌ বন্‌ মাথা ঘোরে, হু হু করে মনটা।

কড়্‌ কড়্‌ বাজ পড়ে,

ঝর ঝর জল ঝরে –

গর্‌ গর্‌ গর্জ্জনে কেঁপে ওঠে বনটা।

অনুপ্রাস১.jpg
crow.JPG
গোপনকথা১.jpg
fish.jpg

বন্ধু মানে বিপদ হলে তোমার দোরে দাঁড়াবে,

তোমার যখন বিপদ হবে তখন তোমায় তাড়াবে।

বন্ধু – টাকা ধারের বেলায়,

চাইলে ফেরত, কেবল খেলায় –

উচিৎ কথা বললে পরে বন্ধু তুমি হারাবে।

footsteps-sand1.jpg
raindrops1.jpg
Padabali Limerick3.jpg
Bhanvra.jpg
chakhachakhi.jpg
ক্লাশ পালান৪.jpg
cart.jpg
Flower angel.jpg
little-girl-drawing.jpg
গোমড়া১.jpg
girl running.jpg

ঝন্‌ঝনি ঝন্‌ঝনি কানে বাজে খঞ্জনি,

কট্‌ কট্‌ চর্‌ চর্‌ চোখে ওঠে আঞ্জনি।

কড়্‌ কড়্‌ কড়্‌ কড়্‌,

বাজ পড়ে সরে পড় –

গুন্‌ গুন্‌ টুং টাং মনে লাগে রঞ্জনী।

অনুপ্রাস২_edited.jpg
Rudrabina.jpg
আকাশকুসুম৪.jpg
Tailor bird.jpg

বন্ধু মানে – যে জন তোমায় শুধুই ভালবাসবে,

বন্ধু মানে – যখন ডাক তোমার কাছে আসবে।

সুখে দুখে সদাই রবে,

যত দিনই রইবে ভবে –

তোমার দুখে কাঁদবে সে জন, তোমার সুখে হাসবে।

mobile trap.jpg

পদাবলী লিমেরিক 

কাব্যিক লিমেরিক (Poetic Limericks)

bottom of page