top of page

দার্শনিক  লিমেরিক

(Philosophic Limerick)

সোঅহম.jpg
purelove2.jpg
single candle.jpg

হাড়-পাঁজড়ার খাঁচাখানা, দুলতে থাকে ঝড়ে,

আটকে পরা পরাণপাখি ছটফটিয়ে মরে।

মুক্ত হয়ে আকাশপানে,

উড়ব কবে কেই বা জানে -

বন্দী রব আর কতকাল চার দেয়ালের ঘরে?

গোপনকথা২.jpg

ঝুটা-মুটা রতনেরে শুধু শুধু জমানো,

সত্যকে সার জেনে বোঝা চাই কমানো।

খালি হাতে যেতে হবে,

এটা সদা মনে রবে –

এহি হ্যাঁয় সচ বাত, মানো ইয়া না মানো।

ক্লাশ পালান৪.jpg
Caged Birds.jpg
purelove1.jpg
sri-krishna.jpg
জমা-খরচ.jpg

ঢের হয়েছে কাব্য, এবার তত্ত্বকথা শোন

ছলনাতে ভুলে আশা কোর না কক্ষোন।

মানুষ মরে আশার ছলে –

এমন কথা শাস্ত্রে বলে,

মিটলে আশা ভাল - নচেৎ ললাটলিখন গোন।

Tubri.jpg

তাই ভুলে ডাক্তারে এক মনে ডাক তাঁরে,

ডাক তাঁর এলে পরে কি করিবে ডাক্তারে।

যত কর হাঁকাহাঁকি,

সব বিলকুল ফাঁকি –

শেষকালে ডোম বলে কাঠ দিয়ে ঢাক তারে।

বন্যা.jpg
Burnt lamp.jpg
দুটিপাখি.jpg
bottom of page