top of page

লিমেরিক

(Limericks)

লিমেরিক ছোট কবিতা - পাঁচ লাইনের ছড়া। গভীর ভাব নেই, তত্ত্ব নেই, উপদেশ নেই, কবিকল্পনা নেই, অলঙ্কারের ঝনৎকার নেই, অনেক আধুনিক কবিতার মতন না-বোঝার কাব্যরস নেই - এমনকি তেমন ভাবে দেখতে গেলে কোনও মানেও নেই। অথচ ছন্দ আছে, মিল আছে, নিজস্ব বৈশিষ্ট্য আছে আর তার সাথে আছে এক ছেলেমানুষি মজা। সাধারণত লিমেরিক পাঁচ লাইনের ছড়া - মিলের বিন্যাস ক ক খ খ ক - তৃতীয় ও চতুর্থ লাইন অন্য লাইনগুলোর থেকে ছোট। আয়ারল্যান্ডের লিমেরিক নামের একটি শহরের নামানুসারে এর নাম। আঠার শতকে A Book of Nonsense - এর রচয়িতা এডোয়ার্ড লিয়র এই লিমেরিক জনপ্রিয় করে তোলেন। লিয়রের বেশ কিছু লিমেরিক সত্যজিৎ রায় বাংলা লিমেরিকে অনুবাদ করেছেন। সত্যজিৎ রায়ের নিজস্ব লেখা একটি লিমেরিক তুলনাহীন -

 

বুঝে দেখ জটায়ুর কলমের জোর,

ঘুরে গেছে রহস্য কাহিনীর মোড়।

থোর বড়ি খাড়া

লিখে তাড়া তাড়া,

এইবারে লিখেছেন খাড়া বড়ি থোর।

 

ইংরেজিতে দুটি লিমেরিকের আমার খুব প্রিয় –

 

১) এই লিমেরিকটির রচয়িতা ব্রিটিশ-কানাডিয়ান ছত্রাক বিজ্ঞানী (Mycologist) Arthur Reginald Buller FRSC, FRS

 

There was a young lady named Bright,
Whose speed was far faster than light;
She started one day
In a relative way,
And returned on the previous night.

 

বিখ্যাত পদার্থবিদ জর্জ গ্যামোর লেখা One Two Three… Infinity বইটিতে এই লিমেরিকটি একটু অন্যভাবে আছে –

There was a young girl named Miss Bright,
Whose could travel much faster than light;
She departed one day
In an Einsteinian way,
And came back on the previous night.

 

২) দ্বিতীয় লিমেরিকটির রচনাকার Leigh Mercer - যাঁর বিশেষত্ব ছিল অঙ্ক ও ইংরেজি শব্দ নিয়ে মজার মজার খেলা ও ধাঁধা সৃষ্টিতে -

এই সমীকরণটি Leigh Mercer লিমেরিকে লেখেন -

A dozen, a gross and a score,
Plus three times the square root of four,
Divided by seven,
Plus five times eleven -
Is nine squared and not a bit more.

 

আমার মাথায় হঠাৎ কিছুদিন লিমেরিক লেখার ভূত চাপল – পরে অবশ্য অন্য কিছু কবিতাও লেখা হ’ল – আর তারই ফলশ্রুতি..... হিজিবিজি।

localtrain1.jpg

লিকলিকে লিমেরিক ধিকিধিকি চলে,

কাব্যের ব্রডগজে চাপা পড়ে তলে।

দুরন্ত- রাজধানী –

দূর হ'তে হাতছানি,

ধীরে চলে তাড়া নেই, তাতে মেওয়া ফলে।

Lee RemickEng.jpg

লিমেরিক লিমেরিক

bottom of page